সাম্প্রতিক

10/recent/ticker-posts

Header Ads Widget

Web Design - JavaScript Operator & Coomments Part 03

 


JavaScript Operator

JavaScript Operators হচ্ছে কতগুলো symbol যা JavaScript Language দিয়ে কিছু নির্দিষ্ট mathematical, relational এবং logical সহ আরো অনেক ধরণের কার্য (operation) সম্পাদন করার নির্দেশনা পাঠায় এবং নির্দেশনা অনুযায়ী JavaScript সেই নির্দিষ্ট কাজের ফলাফল প্রদর্শন করে

Type of JavaScript  Operators

       Arithmetic Operators বা গাণিতিক কাজের Operator: (+,-,*,/,%,**)

       Assignment Operators বা JavaScript Variable যেকোনো মান (Value) সংরক্ষণের Operator : (=)

       Bitwise Operators বা JavaScript Binary কাজের Operator :-(&,|,!,^,~,<<,>>,<<=,>>=,>>>=,&=, ^=,|=)

       Comparison Operators বা দুই বা ততোধিক Value এর মধ্যে তুলনা করার Operator :-(==,!=,===,!==,<,>,<=,>=)

       Incrementing/Decrementing Operators বা 1 করে বৃদ্ধি বা কমানোর Operator:-(++,- -)

       Logical Operators বা একাধিক অবস্থার বা condition এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার Operator:-(&&,||,!)

       String Operators বা এক বা একাধিক string এর সাথে জোড়া লাগানোর Operator:-(+)

       Type Operators বা কোনো একটা JavaScript Variable কোনো class এর Instance কিনা তা চেক করার operator:-(instanceof) বা কোনো একটা variable বা value এর type কি তা চেক করার জন্য typeof Operator

       Ternery Operator বা if..else কার্য সম্পাদন করার অপারেটর

       delete Operator: বা কোনো একটা Object এর নির্দিষ্ট property delete করার জন্য delete operator ব্যবহৃত হয়

       in Operator: Object এর নির্দিষ্ট property খুঁজে বের করার জন্য ব্যবহৃত হয়

JavaScript Operand

Operator এর দুই পাশে যেই সব variable অথবা value থাকে, JavaScript অথবা যেকোনো Programming Language এর পরিভাষায় একে Operand বলে

<!DOCTYPE html>

<html>

<body>

<script>

var a=5;

document.write(a+5);

</script>

</body>

</html>

এখানে plus sign (+) এর দুই পাশের যথাক্রমে a এবং 5 এই দুইটা Operand আর plus sign (+) টি হচ্ছে Operator

Operator Precedence

JavaScript Operator Precedence হচ্ছে কিছু rules বা নিয়মের সমষ্টি যা দিয়ে JavaScript যে কোনো কাজে কোন কাজটি আগে সম্পাদিত হবে তা নির্ধারিত হয়

<!DOCTYPE html>

<html>

<body>

<script>

document.write(1 + 5 * 3); //Output 16 But why not 18?

</script>

</body>

</html>

ব্যাখ্যা: উপরের কোডের ফলাফল 18 না এসে 16 আসবে এর মূল কারণ হচ্ছে, আমাদের এখানে ব্যবহৃত দুটি operator এর মধ্যে Operator Precedence Rules অনুযায়ী addition (“+”) Operator টির চেয়ে multiplication (“*”) Operator টি বেশি অগ্রাধিকার প্রাপ্ত

JavaScript  Comments

JavaScript অথবা যেকোনো Programming Language Comments হচ্ছে, একজন কোডার বা প্রোগ্রামারের সোর্স কোডের ব্যাখ্যা বা পাদটীকা এটাকে আমরা Coding Documentation বলতে পারি সাধারণত: যেকোনো Programming language এর Compiler এবং Interpretor গুলো comments কে কোড হিসাবে execute না করে এটাকে (Ignore) এড়িয়ে যায় Comments System দিয়ে আমরা Coding Documentation ছাড়াও এই মুহূর্তে ব্যবহৃত হবেনা কিন্তু ভবিষ্যতে কাজে লাগতে পারে এমন Code গুলোও আমরা সাময়িক সময়ের জন্য hide করে রাখতে পারি

Type Of Comments

       Single Line Comments (প্রত্যেক line এর জন্য আলাদা ভাবে comment চিহ্ন ব্যবহার করতে হয় )

       Multi Line Comments (একসাথে একাধিক লাইনে এর জন্য শুধু একবার কমেন্ট চিহ্ন ব্যবহার করতে হয়)

Post a Comment

0 Comments