PHP String
PHP তে String বলতে বুজানো হয় একাধিক ক্যারেক্টার
এর ক্রম বা বিন্যাস (Sequence of Characters)। আরো সহজভাবে
বলা যায় PHP তে কোন ম্যাসেজ, তথ্য, এমনকি কখনো কখনো সংখ্যাও String
এর মাধ্যমে প্রকাশ করা হয়। PHP তে String
নির্দেশ করার জন্য ডাবল কোটেশন (” “) এবং সিঙ্গেল কোটেশন (‘ ‘)
ব্যবহার করা হয়। যেমন “PHP string by Double quotation.” অথবা
‘PHP string by Single quotation.’ যদি কখনো String এর মধ্যেই ডাবল কোটেশন (” “) অথবা সিঙ্গেল কোটেশন (‘ ‘) ব্যবহার করার
প্রয়োজন হয় “Single ‘quoted text’ is displaying in a string.” এর অনুরূপ সিঙ্গেল কোটেশন এবং ‘Double “quoted text” is displaying
in a string.’ অনূরূপ ডাবল কোটেশন ব্যবহার করা যাবে।
PHP তে Double Quoted String এবং Single Quoted String এর মধ্যে কোনো পার্থক্য
আছে ?
PHP তে Double Quoted যেকোনো String
এ PHP Variable ব্যবহার করলে , সেই Variable
এর value Print হয়। অন্যদিকে PHP তে Single Quoted যেকোনো String এ PHP Variable ব্যবহার করলে , সেই Variable এর value Print হয় না। অর্থাৎ সরাসরি variable
এর নামটি ই print হয়। নিচের উদাহরণটি দেখুন :
<?php
$name=“Sahab Uddin";
echo "Hello $name"; //Output: Sahab Uddin
echo "<br>";
echo 'Hello $name'; //Output: Hello $name
Control Structure
PHP অথবা যেকোনো Programming Language এ Control
Structure হচ্ছে প্রোগ্রাম বা Code গুলোর
নিয়ন্ত্রণের কাঠামো অথবা এমন কিছু statement যা দিয়ে আমরা Program
Flow Control করে থাকি বা Program এর পরবর্তী
করণীয় কি তা নির্ধারণ করে দেই।
Control Structure List
- Selection/Branching
Statement
- Conditional
Statement
- if
- if…else
- if…elseif/else
if…n…else
- switch
Statement
- Unconditional
Statement
- goto
- Continue
- break
- return
- Loops
- for
- while
- do…while
- foreach
- File
Inclusion
- include
- require
- include_once
- require_once



0 Comments